বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৮

ময়মনসিংহ জেলার দর্শনীয় স্থান

শহীদ আবদুল জব্বার জাদুঘর সংগৃহীত ছবি


শহীদ আবদুল জব্বার জাদুঘর : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া (জব্বার নগর) গ্রামে ভাষাশহীদ আবদুল জব্বারের নামে রয়েছে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষায় ২০০৮ সালে পাঁচুয়া গ্রামে ভাষাশহীদ আবদুল জব্বারের বাড়ির আঙ্গিনায় তার নামে প্রতিষ্ঠা করা হয় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গফরগাঁও রেল স্টেশন, বাসস্ট্যান্ড, জব্বার চত্বর ও ভালুকা পৌরসভার মোড় হইতে সিএনজি, বাস ও অটো রিকশাযোগে শহীদ আবদুল জব্বার জাদুঘরে যাওয়া যায়।

শশী লজ : মাসকান্দা বাস টার্মিনাল ও ব্রিজ থেকে রিকশা ও অটোরিকশাযোগে শশী লজ যাওয়া যায়।

গৌরীপুর হাউজ : সড়ক পথে রিকশা বা ব্যক্তিগত যানবহন নিয়ে ৩০ মিনিটে নিয়ে যাওয়া যায়।

রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস : ময়মনসিংহ শহরে বর্তমান সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের পাশে এটি অবস্থিত।

ময়মনসিংহ টাউন হল : মাসকান্দা বাস টার্মিনাল হতে রিকশা, অটোরিকশাযোগে যাওয়া যায়।    

কালুশাহ বা কালশার দিঘি : ষোড়শ শতকে সেকান্দর শাহের ছেলে ফরিদ শাহের ছোট ভাই কালুশাহ মাইজবাড়িতে তার বাড়ির সামনে প্রায় চৌদ্দ একর জমিজুড়ে একটি পুকুর খনন করেন। এটি কালুশাহর দিঘি নামে পরিচিত। ময়মনসিংহ থেকে বাসযোগে হালুয়াঘাট এবং হালুয়াঘাট থেকে রিকশাযোগে কালুশার দিঘি যাওয়া যায়।

মহারাজ সূর্যকান্তের বাড়ি : টাউন হলের মোড় হতে বাসযোগে যাওয়া যায়।

চীনা মাটির টিলা : শম্ভুগঞ্জ ব্রিজ থেকে বাসযোগে ধোবাউড়া উপজেলার উত্তর-পূর্ব সীমান্তে উপজেলা সদর। 

অর্কিড বাগান : ঢাকা থেকে বাস অথবা ট্রেনযোগে ময়মনসিংহ জেলা শহরে আসতে হবে; দূরত্ব ১২২ কি.মি.। ময়মনসিংহ হতে বাস অথবা সিএনজিযোগে ফুলবাড়ীয়া উপজেলা সদরে আসতে হবে; দূরত্ব ২০ কি.মি.। ফুলবাড়িয়া হতে সিএনজিযোগে এনায়েতপুরস্থ অর্কিড বাগানে যেতে হবে; দূরত্ব প্রায় ১২ কি.মি.।

আলাদিনস্ পার্ক : ঢাকা থেকে বাস অথবা ট্রেনযোগে ময়মনসিংহ জেলা শহরে আসতে হবে; দূরত্ব ১২২ কি.মি.। ময়মনসিংহ হতে বাস অথবা সিএনজিযোগে ফুলবাড়িয়া উপজেলা সদরে আসতে হবে; দূরত্ব ২০ কি.মি.। ফুলবাড়িয়া হতে সিএনজিযোগে এনায়েতপুরস্থ আলাদিনস পার্কে যেত হবে; দূরত্ব প্রায় ২৫ কি.মি.।

সন্তোষপুর রাবার বাগান :  ময়মনসিংহ হতে বাস অথবা সিএনজিযোগে ফুলবাড়িয়া উপজেলা সদরে আসতে হবে ২০ কি.মি.। ফুলবাড়িয়া হতে সিএনজিযোগে নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর রাবার বাগান প্রায় ১৮ কি.মি.।

শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা : সড়ক পথে যাওয়া যায় (ব্যক্তিগত যানবাহন /রিকশা)। ভাড়া-আনুমানিক ২৫ টাকা।

স্বাধীনতা স্তম্ভ : শম্ভুগঞ্জ ব্রিজ হতে রিকশা,  অটোরিকশাযোগে যাওয়া যায়। এছাড়াও মনসাপাড়া সেভেনথ ডে এডভেন্টিস্ট সেমিনারি, আলেকজান্ডার ক্যাসেল, রাবার ডেম, গারো পাহাড় ময়মনসিংহের দর্শনীয় স্থানসমূহের মধ্যে অন্যতম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১