বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৮

এই দিনে : ৩১ জুলাই

স্কাউট আন্দোলন ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েল শুরু করেন ছবি: সংগৃহীত


১৪৯৮ : প্রথম ইউরোপীয় হিসেবে কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।

১৬৫৮ : মোগল সম্রাট আওরঙ্গজেব আগ্রা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন।

১৮০৭ : লর্ড মিন্টো ভারতবর্ষের গর্ভনর জেনারেল পদে অধিষ্ঠিত হন।

১৮৮০ : হিন্দি ভাষার লেখক মুন্সী প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন।

১৯০৭ : স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।

১৯৭৩ : বাংলাদেশকে দক্ষিণ ভিয়েতনামের স্বীকৃতি।

১৯৭৮ : চীনে শেকসপিয়রের রচনাবলির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

১৯৯২ : জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

২০০৭ : বাংলাদেশের অর্ধশত বছরের খুলনা পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

স্কাউটিং

স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা। এর লক্ষ্য যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ, যাতে করে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। স্কাউট আন্দোলন ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েল শুরু করেন। তিনি ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। বর্তমানে পৃথিবীর ১০০ কোটি স্কাউট ও গাইড বিভিন্ন স্কাউটিং সমিতির প্রতিনিধিত্ব করছে। স্কাউটিংয়ের মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে তাদের পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের নির্দেশিত নিয়ম অনুসারে অনুশীলন, প্রতিজ্ঞাপাঠ ও দীক্ষা গ্রহণের মাধ্যমে এর সদস্য হতে হয়। স্কাউটদের মূলমন্ত্র হচ্ছে : কাব— যথাসাধ্য চেষ্টা করা; স্কাউট- সদা প্রস্তুত এবং রোভার- সেবাদান।

 

­- উইকিপিডিয়া অবলম্বনে

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১