আপডেট : ৩০ July ২০১৮
মানহানি মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কটূক্তির অভিযোগে গত বছর ১০ ডিসেম্বর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরণ সুনামগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করেন। গত ২৬ জুলাই সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতের (সদর) বিচারক দেলোয়ার হোসেন মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গতকাল এ মামলায় তার পক্ষে ছিলেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, আদিলুর রহমান শুভ্র ও ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসির উল্লাহ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১