বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০১৮

শ্রীনগরে বোমা সাদৃশ্য টাইম বোমা উদ্বার

বোমা সাদৃশ্য টাইম বোমা উদ্বার ছবি : বাংলাদেশের খবর


মুন্সীগঞ্জ শ্রনীনগর উপজেলার মান্দ্রা এলাকায় বেলায়েত বাড়ী থেকে উদ্বার করা হয় । রবিবার রাত ২ টার দিকে পুলিশ বোমটি উদ্বার করে নদীর পার রাখে । বোম নিস্ক্রয় করা এখনো সম্ভব হয়নি ।

বেলায়েতের স্ত্রী ইয়াসমিন , অপরিচিতি নম্বার থেকে জানান হয় তোমার বাড়ীর পাশে বোমা রাখা হয়েছে । আমারা সাথে সাথে পুলিশ কে জাানাই। পুলিশ এসে বোম নদীর পাড় নিয়ে যায় ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা জানান, খবর পেয়ে বোমা সাদৃশ্য টাইম বোমা নদীর পাড় নিয়ে আসা হয় । তবে বোম নিস্ক্রয় দল এসে বলতে পারবে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১