আপডেট : ৩০ July ২০১৮
দিনেকে দিন ‘ফাইললেস’ হামলার সংখ্যা বাড়িয়েই চলেছে সাইবার হামলাকারীরা। ২০১৭ থেকে ২০১৮ সালে ‘ফাইললেস’ হামলা ৪৩২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি ল্যাবস। ইএক্সই ফাইলের মাধ্যমে চালানো হামলা বেড়ে যাওয়ার কারণ হিসেবে জানিয়ে প্রতিষ্ঠানটি জানায়, ‘ডটনেটটুজেস্ক্রিপ্ট’ কৌশল ব্যবহার করে ক্যাকটাস টর নামে একটি ফাইললেস হামলা চালায় সাইবার হামলাকারীরা, যা সরাসরি মেমোরি থেকে আক্রান্ত ডটনেট অ্যাসেম্বলি লোড করে। তাই এ ধরনের হামলাগুলো শনাক্ত করা কঠিন। বিবৃতিতে ম্যাকাফির পক্ষ থেকে বলা হয়, এমন অনেকগুলো হামলা দেখা গেছে যেখানে মেমোরিতে হামলা চালিয়ে সিস্টেমে ত্রুটি তৈরি করতে মাইক্রোসফট পাওয়ারশেল কাজে লাগানো হয়েছে। এ ছাড়া এ ধরনের হামলা চালাতে মেমোরিতে সাধারণ স্ক্রিপ্ট বা শেলকোডও চালানো হয়, যা সাধারণত উইন্ডোজ রেজিস্ট্রিতে লুকানো থাকে। জানা যায়, সিস্টেমে ম্যালওয়্যার না ছড়িয়ে কম্পিউটারের মধ্যে ইনস্টল করা টুলগুলো ব্যবহার করে করেই এই হামলা করা হয়। সিস্টেম আক্রমণ করতে এবং করপোরেট নেটওয়ার্কে হামলা চালাতে উইন্ডোজ এক্সেকিউটেবল বা ইএক্সই ফাইল ব্যবহার করা হয় এই হামলায়। সাধারণ এবং করপোরেট উভয় গ্রাহকই এই হামলায় আক্রান্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১