আপডেট : ৩০ July ২০১৮
সারা দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রাজশাহী ও মুন্সীগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ব্যুরো অফিস ও প্রতিনিধির পাঠানো খবর— রাজশাহী : মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুকুল (৪৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর নতুনপাড়া এলাকার মৃত বদর উদ্দিন শেখের ছেলে। র্যাব জানায়, র্যাব-৫-এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল টহল ডিউটি করার সময় শনিবার রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভাদু শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যেতে স্কুলের দক্ষিণ পার্শ্বে জনৈক মো. আবুল আখেরের জমিতে আমগাছের নিচে টর্চের আলো এবং কিছু লোকের আনাগোনা দেখতে পায়; র্যাবের টহল দল আমগাছের দিকে অগ্রসর হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা টহল দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী মুকুল আহত হয়। এ সময় দলের অপর ৩-৪ সদস্য পালিয়ে যায়। গুলিবিদ্ধ মুকুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। মুন্সীগঞ্জ : শ্রীনগরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষসন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহরাব (৩৫) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। আহত সদস্যদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে। র্যাব ১১, সিপিসি-১-এর এএসপি মুহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বাঘরা ইউনিয়নের ছত্রভোগ এলাকার ইটভাঁটা এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন সংবাদে গতকাল রোববার ভোরে র্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের গোলাগুলি হয়। এ সময় ৪-৫ মাদক ব্যবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ সোহরাবকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহত সোহরাবের নামে হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টাসহ ১৩টিরও বেশি মামলা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১