বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০১৮

শোবিজ ওয়ার্ল্ড নিয়ে রুমানা আফরোজ

রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি সাজানো হয় কয়েকটি সেগমেন্ট দিয়ে সংরক্ষিত ছবি


বিনোদন দুনিয়ার সব খবর নিয়ে অনুষ্ঠান ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’। হলিউড, বলিউড, ঢালিউডের চমকপ্রদ সব খবর নিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। সপ্তাহের প্রতি সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হয় এ অনুষ্ঠানটি।

রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি সাজানো হয় কয়েকটি সেগমেন্ট দিয়ে। সেগুলো হলো ‘মুভি ফ্রিক’, ‘মিউজিক ম্যানিয়া’, ‘রিভিউ অব ক্ল্যাসিক’, ‘স্টার মিরর’ এবং ‘ফ্ল্যাশব্যাক’। ‘মুভি ফ্রিক’ সেগমেন্টে থাকে হলিউড ও বলিউড টপচার্টের ছবিগুলো নিয়ে প্রতিবেদন।

‘মিউজিক ম্যানিয়া’ সেগমেন্ট সাজানো হয় ওয়ার্ল্ড অ্যালবাম টপচার্টে থাকা অ্যালবাম নিয়ে প্রতিবেদন, ইউএস বিলবোর্ড অ্যালবাম টপচার্টের শীর্ষে থাকা অ্যালবামের পরিচিতি এবং বাংলাদেশি শিল্পীর জনপ্রিয় গানের মিউজিক ভিডিও। ‘রিভিউ অব ক্ল্যাসিক’ পর্বে থাকে বিশ্বখ্যাত কোনো চলচ্চিত্র নিয়ে কথামালা। এ ছাড়া ‘ফ্ল্যাশব্যাকে’ থাকছে বিনোদন দুনিয়ার সম্প্রতি ঘটে যাওয়া খবরাখবর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১