আপডেট : ৩০ July ২০১৮
অহঙ্কারের মতো শত্রু নেই। -চাণক্য প্রাচীন ভারতের দার্শনিক জন্ম : ৩৭১ খ্রি. পূ.-মৃত্যু : ২৮৩ খ্রি. পূ. শত্রুরা শত্রুতা করতে ব্যর্থ হলে তারা পরে কৌশলে বন্ধুত্বের সুরত ধরে। -হজরত আলী (রা.) ইসলামের চতুর্থ খলিফা জন্ম : ৬০০-মৃত্যু : ৬৬১ যার কোনো শত্রু নেই, সে নিঃসন্দেহে অকর্মণ্য ব্যক্তি। -এডমন্ড বার্ক ইংরেজ লেখক জন্ম : ১৭২৯-মৃত্যু : ১৭৯৭ সন্ত্রাস, নাশকতা, হত্যা এবং বিস্ময়ের মধ্য দিয়ে শত্রুর মনোবল ভেঙে দাও, এটাই যুদ্ধের ভবিষ্যৎ। -এডলফ হিটলার জার্মানির ফ্যাসিস্ট একনায়ক চ্যান্সেলর জন্ম : ১৮৮৯-মৃত্যু : ১৯৪৫ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার মনের সংশয়, অবিশ্বাস, সন্দেহ। -সমরেশ বসু ভারতীয় লেখক জন্ম : ১৯২৪-মৃত্যু : ১৯৮৮ সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুর বাক্য মনে রাখব না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখব। -মার্টিন লুথার কিং আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী জন্ম : ১৯২৯-মৃত্যু : ১৯৬৮
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১