আপডেট : ২৯ July ২০১৮
রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত ২ শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। নিহতরা হচ্ছেন দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র রেজাউল করিম রাজু। তার রোল নম্বর ১৮৮২। অন্যজন হলেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মিম। তার রোল নম্বর ২৮৫৫। আজ রোববার দুপুর ১টায় দুর্ঘটনাস্থলেই নিহত হন এই দুই শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ফ্লাইওভার থেকে নামার পর উত্তরাগামী আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিচ্ছিল জাবালে নূর পরিবহনের একটি বাস। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা। বেপরোয়া গতির কারণে সড়কের পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দেন জাবালে নূরের চালক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১