বাংলাদেশের খবর

আপডেট : ২৯ July ২০১৮

ভালোবাসা মানেও যত্ন

ভালোবাসাটাকে সজীব রাখতে প্রয়োজন যত্নের সংরক্ষিত ছবি


শারমিন আক্তার

ভালো বাসা মানে তিনটি বেডরুম, ড্রয়িং ও ডাইনিং রুম, তিনটি বাথরুম ও দুটি বারান্দা। এই নিয়েই ভালো বাসা। আমাদের এই ভালো বাসাকে গাছ, ছবি, শোপিস আরো কত কী দিয়ে সাজাই। কোথাও ধুলাময়লা জমে ভালো বাসাটা যেন তার সৌন্দর্য না হারায় সেজন্য নিয়মিত এর পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আমাদের সজাগ দৃষ্টি। এক কথায় যাকে বলে সুন্দর ও শান্তিময় করে তুলতে চাই আমাদের ভালো বাসাটাকে। এই ভালো বাসাটার যখন কেউ প্রশংসা করে, সুন্দর বলে তখন খুশিতে ডগমগ হই। অথচ জীবনের ভালোবাসাটাকেও যে সাজাতে হয়, যত্ন নিতে হয়- সেটা আমরা মানতে চাই না। আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু ভালোবাসাহীন জীবন কখনো সুখের হয় না। জীবনকে সাজাতে, সুখের করতে, ভালোভাবে বেঁচে থাকার স্বাদ পেতে হলে প্রয়োজন ভালোবাসার। আর এই ভালোবাসাটাকে সজীব রাখতে প্রয়োজন যত্নের। পৃথিবীর প্রত্যেকটি সম্পর্কেও ভালোবাসার যত্নের প্রয়োজন। বিশেষ করে স্বামী-স্ত্রীর সম্পর্কটা। তাদের সম্পর্কটা বড়ই মিষ্টি, মধুর ও ভালোবাসাময়, কিন্তু বেশ নাজুক। কখনো কখনো সামান্যতেই ভেঙে পড়ে। তাই এই সম্পর্কটার যত্নের প্রয়োজন বেশি। দুজন দুজনকে বোঝা, বন্ধুত্বপূর্ণ হওয়া, সুখে-দুঃখে একসঙ্গে পথচলা, দুজন মিলে বৃষ্টিতে ভেজা, একই পেয়ালাতে কফি পান করা, আকাশের দিকে তাকিয়ে ছবি আঁকা, হলে গিয়ে সিনেমা দেখা, সবুজ ঘাসের ওপর খালি পায়ে দুজন হাত ধরে হাঁটা, একটা আইসক্রিম দুজনে মিলে খাওয়া, বাদাম চিবুতে চিবুতে দুজন রাস্তা দিয়ে হাঁটা, দুজনে মিলে কখনো অতীতে হারিয়ে যাওয়া বা ভবিষ্যতের স্বপ্ন বোনা। রাগ অভিমান ভাঙাতে মজার কিছু করলেনই না হয়। কোনো ভুল করলে ক্ষমা চেয়ে নিন। ভালোবাসায় মান অপমান বলে কিছু নেই। একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা রাখুন। দুজন দুজনার পছন্দ অপছন্দের মূল্যায়ন করুন। প্রতিদিন না হোক সপ্তাহে না হোক অন্তত মাসে একবার ‘ভালোবাসি’ কথাটি বলুন। তোমাকে সুন্দর লাগছে- এটাও বলুন। দামি উপহার দিতে হবে এমনতো নয়, একটি ফুল কিংবা একটি চকলেটও কিন্তু ভালোবাসার সুবাস আর মিষ্টতা পৌঁছে দেবে আপনার প্রিয়জনটির কাছে। দিনে একবার হলেও কিছু সময়ের জন্য ফোনে কথা বলুন। সময় পেলে দূরে কোথাও থেকে ঘুরে আসুন।

আমার একজন কলিগ বলেছিলেন, ঈদের চাঁদরাতে তার বাবা-মা দুজন বের হন কেবল দুজনের জন্য কিছু কিনতে। ভীষণ ভালো লেগেছিল শুনে। এটাই ভালোবাসা, কিছুটা সময় দুজনের সঙ্গে কাটানো। ভালোবাসার কোনো বয়স নেই। লোকে কী বলবে কী ভাববে, এসব ভেবে নিজেদের সুন্দর সময় নষ্ট করার কোনো মানে নেই। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো আলোচনা করে আমরা নিজেরাই দূর করতে পারি। ভালোবাসা থাকলে কষ্ট, অভিমান, মতের অমিল এসব থাকবে। ঝগড়া হবেই। তাতে কী, ভালোবাসার শক্তির কাছে এগুলো বড্ড ঠুনকো। ভালোবাসা মানে পাশে থাকা আমৃত্যু পর্যন্ত। সামান্য রাগ অভিমানে ছেড়ে না যাওয়া। শত দুঃখকষ্টে একে অপরের হাত ধরে থাকা। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। দুজন দুজনার কাজ ভাগ করে নেওয়া। দুজন দুজনার পরিবারকে আপন করে নেওয়া। একে অপরের ভুল ধরিয়ে দেওয়া ও শুধরে নেওয়া। স্বামী-স্ত্রীর সম্পর্কটা যে কেবলই দুজনের বন্ধনটাকে মজবুত করে তা নয়, দুটি অজানা পরিবারকেও বিনিসুতার মালায় গেঁথে ফেলে। আর এই মিষ্টি বন্ধনের যোগসূত্র হলো সন্তান, যার সব সুখ সব খুশি তার বাবা-মাকে ঘিরে থাকে। তাই এই বন্ধন ছেঁড়া কি এতটা সহজ!

কথাগুলো আমরা সবাই জানি, বুঝি, কিন্তু তবুও মাঝে মাঝে বড্ড বেশি অবুঝ আমরা। আজকাল আমাদের সম্পর্কগুলো আধুনিক আয়রনের মতো, হিট হতেও সময় লাগে না আবার ঠাণ্ডা হতেও সময় লাগে না। আসুন সব মরিচা সব কালিমা দূর করে ভালোবাসায় জীবনটা ভরে তুলি। সৎ ও সুন্দরভাবে জীবন সাজাতে নিজের ভালোবাসার যত্ন নিই, বাঁচিয়ে রাখি আজীবন। জয় হোক ভালোবাসার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১