আপডেট : ২৯ July ২০১৮
প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর ব্যাটারি আরো দীর্ঘস্থায়ী করতে নতুন মেমোরি চিপের উৎপাদন শুরু করেছে স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েব সাইটে দ্য ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে স্যামসাং ইলেকট্রনিকসের মেমোরি বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সেওন চুন বলেন, দ্বিতীয় প্রজন্মের ১০ ন্যানোমিটার ক্লাস ১৬ জিবি এলপিডিডিআর৪এক্স মোবাইল ডির্যাম চিপে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই ৪২৬৬ এমবিপিএস ডাটা রেট রয়েছে, কিন্তু এর শক্তি খরচ কমেছে প্রায় ১০ শতাংশ। তিনি আরো বলেন, নতুন এই চিপ চলতি বছরের শেষ দিকে বা ২০১৯ সালের শুরুর দিকে বাজারে আসা উচিত। আর এই চিপের ব্যবহারে পাতলা ফোনগুলো দেখতে ভালো হতে পারে কিন্তু উচ্চমানের স্মার্টফোনগুলোর দীর্ঘস্থায়ী ব্যাটারি আরো বেশি ভালো কিছু হতে পারে।’ স্যামসাংয়ের এমন উদ্যোগ প্রতিষ্ঠানের চিপ লাইনআপের জন্য একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই চিপের জন্য উৎপাদন ৭০ শতাংশ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন এই চিপ স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ফ্ল্যাগশিপের স্মার্টফোনের সঙ্গেই আসবে, তবে আপাতদৃষ্টিতে আগামী মাসেই আসতে যাচ্ছে স্যামসাং নোট ৯।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১