বাংলাদেশের খবর

আপডেট : ২৯ July ২০১৮

আজ গাইবেন শাকিলা জাফর

জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিলা জাফর ছবি: সংগৃহীত


বৈশাখী টিভির নিয়মিত আয়োজন ‘প্রিয় শিল্পীর সেরা গান’। অনন্যা প্রীতির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন। এটি আজ রাত ৮টায় বৈশাখী টিভিতে প্রচার হবে।

অনুষ্ঠানের প্রতি পর্বে দেশের জনপ্রিয় ও নন্দিত সঙ্গীতশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠানটির আজকের পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিলা জাফর। তার সঙ্গে আরো থাকবেন শিল্পী সুবীর নন্দী, দিলরুবা খান ও ন্যানসি।

গুণী ও জনপ্রিয় এই শিল্পীদের গান কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আছন্ন করবে, এতে কোনো সন্দেহ নেই। সুবীর নন্দী গাইবেন ‘বন্ধু হতে চেয়ে তোমার’, শাকিলা জাফর গাইবেন ‘ও চাঁদ জ্যোৎস্না’, দিলরুবা খান গাইবেন ‘বন্ধু কইও গিয়া’ এবং ন্যানসি গাইবেন ‘বাহির বলে দূরে থাকুক’সহ জনপ্রিয় সব গান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১