বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০১৮

আমি ডোপ বৈষম্যের শিকার : সেরেনা


২০১৮ সালে সেরেনা উইলিয়ামস পাঁচবার ডোপ পরীক্ষা দিয়েছেন। তা আবার শুধু জুনেই, যা কি না যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি। এ নিয়ে এমনিতেই রেগে ছিলেন সেরেনা। তার মধ্যে মঙ্গলবার ফের ডোপ পরীক্ষা দিয়েছেন তিনি। প্রচণ্ড ক্ষোভ নিয়েই সেরেনা উইলিয়ামস অভিযোগ জানালেন, তিনি বৈষম্যের শিকার হয়েছেন- ‘এটা প্রমাণিত যে অন্য খেলোয়াড়দের তুলনায় আমি বেশিবার ডোপ পরীক্ষা দিয়েছি। বৈষম্য? আমি এমনটাই মনে করি।’ ডোপিং কর্মকর্তারা মঙ্গলবার তার বাড়ি পরিদর্শন করার পর এক টুইট বার্তায় এমনভাবেই ডোপ পরীক্ষার সমালোচনা করে রাগ ঝাড়েন ৩৬ বছরের এই টেনিস কিংবদন্তি।

তবে টেনিসকে ডোপমুক্ত রাখতে পরীক্ষা দেওয়া চালিয়ে যেতে চান সেরেনা, ‘অন্তত আমি টেনিসকে পরিচ্ছন্ন রেখে যাব। থাকব ইতিবাচক। খেলাকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় সব কিছুই করব। আমি শিহরিত।’

এর আগেও ডোপ পরীক্ষা নিয়ে হতাশা প্রকাশ করেন ২৩ বারের এই গ্র্যান্ড স্ল্যাম জয়ী। জুনে ডেডস্পিন নামের এক ওয়েবসাইটে সেরেনার পাঁচবার ডোপ পরীক্ষা দেওয়ার খবর উঠে আসে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সারির পুরুষ বা নারী খেলোয়াড়দের তুলনায় দুইবারের বেশি পরীক্ষা দিয়েছেন সেরেনা। ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্স একবার আর সাতবারের মেজর ট্রফি জয়ী ভেনাস উইলিয়ামস ডোপ পরীক্ষা দিয়েছেন দুইবার। এ নিয়ে উইম্বলডন চলাকালে প্রশ্ন করা হলে সাতবারের উইম্বডলন জয়ী সেরেনা বলেন, ‘আমি কখনো জানতাই না যে অন্য সবার চেয়ে আমি অনেক বেশি ডোপ পরীক্ষা দিয়েছি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১