বাংলাদেশের খবর

আপডেট : ২৬ July ২০১৮

কাতার বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ তিতে

ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ তিতে ছবি: সংরক্ষিত


রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল ভালো না করতে পারলেও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ তিতের উপর ভরসা রাখলো দেশটির ফুটবল ফেডারেশন। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত নেইমারদের দায়িত্বে থাকছেন তিতে।

বুধবার এ সংক্রান্ত নতুন একটি চুক্তি সই করেছেন তিনি। সদ্যসমাপ্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে শিরোপা প্রত্যাশী ৫ বারের চ্যাম্পিয়নদের।

নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানায়, ‘তিতের সঙ্গে চুক্তি নবায়ন করেছে সিবিএফ। নতুন চুক্তির আওতায় ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।’

১৯৭৮ সালে ক্লদিও কটিনহোর পর এই প্রথম বিশ্বকাপে ব্যর্থতার পরও জাতীয় ফুটবল দলের কোচের সঙ্গে চুক্তি নবায়ন করল ব্রাজিল।

সুপার স্টার নেইমারকে নিয়ে গঠিত ব্রাজিল দল ২০১৮ সালের বিশ্বকাপ শিরোপা প্রত্যাশী দলগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হলেও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেকাওরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১