আপডেট : ২৬ July ২০১৮
বরগুনায় অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকঝুড়ি এলাকায় আমতলি–কুয়াকাটা সড়কে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আমতলি উপজেলার চাড়িকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), তালতলি উপজেলার বগি গ্রামের সানু হাওলাদার (৪০) ও একই গ্রামের চান মিয়া (৫৫)। নিহত অন্যদের মধ্যে রয়েছে তিন মাসের এক শিশু ও অজ্ঞাত পরিচয়ের দুই পুরুষ। আহতদের জেলার আমতলি থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১