আপডেট : ২৬ July ২০১৮
চট্টগ্রামে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। র্যাব দাবি করছে, নিহতরা মাদক চোরাকারবারে জড়িত ছিল। বৃহস্পতিবার ভোর রাতে খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ডালিম শেখ (২৯) ও মো. জাকির হোসেন (৩১)। র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান বলেন, ভোরের দিকে একটি প্রাইভেট কার টাইগার পাসের দিকে যাওয়ার সময় রেলওয়ে ক্যান্টিন গেট এলকায় র্যাবের একটি টহল দল গাড়িটিকে থামার সংকেত দেয়। কিন্তু তারা না থেমে গুলি ছোড়ে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে ওই গাড়ির ভেতরে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তিনি বলেন, পরে গাড়ি তল্লাশি করে ১২০ কেজি গাঁজা, দুটি আগ্নেয়াস্ত্র এবং কিছু গুলি উদ্ধার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১