আপডেট : ২৫ July ২০১৮
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত একটি মাইক্রোবাস থেকে এক ব্যক্তির মৃতদেহ ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক শ্যামস ফিলিং স্টেশনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। সঙ্গে থাকা কাগজপত্র দেখে নিহতের নাম আবদুল মান্নান (৫২) নিশ্চিত হয়েছে পুলিশ। সে কুমিল্লা জেলার বড়–ড়া থানার কিশানপুর এলাকার সৈয়দ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি মাইক্রোবাস করে এসে কয়েকজন লোক এ লাশ ফেলে রেখে চলে যায়। চোখে কালো রঙ্গের সানগ্লাস পড়া ছিল। এছাড়াও লাশের পাশ থেকে একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১