আপডেট : ২৫ July ২০১৮
এই দিনে : ২৫ জুলাই ১৫৮১ : হল্যান্ডের সাতটি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৭৯৪ : আঁদ্রে শেলিয়েকে গিলোটিনে হত্যা করা হয়। ১৮৯৪ : চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯০৫ : নোবেলজয়ী বুলগেরীয় সাহিত্যিক ইলিয়াস কানেত্তির জন্ম। ১৯৩৬ : জার্মান দার্শনিক হাইনরিখ রিখার্টের মৃত্যু। ১৯৪৩ : মুসোলিনিকে পদত্যাগে বাধ্য করা হয় এবং এর মাধ্যমে ইতালিতে ফ্যাসিবাদী সরকার ক্ষমতাচ্যুত হয়। ১৯৪৮ : পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর করা হয়। ১৯৫৭ : ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়। ১৯৭৮ : মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম। ২০০২ : বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ইন্তেকাল করেন। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারিতে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং আওয়ামী লীগ নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রনীতি সম্পর্কে মতবিরোধ দেখা দেয়। ফলে আওয়ামী লীগ আদর্শিক কারণে বিভক্ত হয়ে পড়ে। ওই বছরই মওলানা ভাসানী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি থেকে পদত্যাগ করেন। আওয়ামী লীগের বামপন্থি এবং স্বায়ত্তশাসনের দাবিদার অংশের উদ্যোগে ঢাকার রূপমহল সিনেমা হলে ২৪-২৫ জুলাই গণতান্ত্রিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়। ন্যাপের সভাপতি নির্বাচিত হন মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং সম্পাদক নির্বাচিত হন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী। ন্যাপের মূল লক্ষ্য ও আদর্শ ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং পার্লামেন্টারি গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা। — উইকিপিডিয়া অবলম্বনে
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১