বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০১৮

দুই ট্রাক সরকারি ওষুধসহ ফার্মাসিস্ট আটক

রাজশাহীতে দুই ট্রাক সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি আটক করেছে র্যাব সংগৃহীত ছবি


রাজশাহীতে দুই ট্রাক সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি জব্দ করেছে র্যাব। এ সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা হাসপাতালের এক ফার্মাসিস্টকে আটক করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের স্টোর থেকে পাচারের সময় গত রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এই ওষুধ জব্দ করা হয়।

আটক ফার্মাসিস্ট সাইফুল ইসলাম (৩৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত রাজশাহী সিভিল সার্জন অফিসের স্টোর কর্মকর্তা মকবুল হোসেন পলাতক রয়েছেন।

র্যাব রাজশাহী-৫-এর কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, সরকারি বরাদ্দের বাইরে ওই ওষুধ বিভিন্ন দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওষুধ সরবরাহকারী ট্রাকটি জব্দ করা হয়। এরপর ট্রাকের সঙ্গে থাকা গোদাগাড়ী হাসপাতালের ফার্মাসিস্ট সাইফুল ইসলামকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত আরেক হোতা মো. তোতা (৪০) পলাতক রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১