আপডেট : ২৪ July ২০১৮
অর্থকষ্টে থাকা মহিউল ঈদের আগে বকেয়া বেতন পেয়ে গেলে রগচটা বউ সামিয়াকে নিয়ে বাজার করার পরিকল্পনা করে। কিন্তু পথিমধ্যে অতি উৎসাহে বেতনের সব টাকা দিয়ে ভুলবশত একটা ছাগল কিনে ফেলে মহিউল। মধ্যবিত্ত দম্পতির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ানো ছাগলটা ব্যা ব্যা করে অস্থির করে তুললেও কোথায় যেন একটা মায়ার টানও অনুভব করে দুজনে। এক বে-আক্কেল ব্যক্তির ছাগল-দুর্দশায় ‘ব্যা-আক্কেল’ হয়ে যাওয়া মধ্যবিত্ত দম্পতির ভালোবাসার গল্প নিয়ে নাটকের কাহিনী। দীপ্ত টিভির পাঁচ দিনব্যাপী ঈদুল আজহার আয়োজনে থাকছে এক ঘণ্টার বিশেষ নাটক ‘ব্যা-আক্কেল’। আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় এবং মেহেদী হাসান সোমেনের পরিচালনায় ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌসুমী নাগ এবং জয়রাজ। নাটকটি প্রসঙ্গে আহমেদ খান হীরক বলেন, ‘ঈদের নাটকগুলো থেকে এ নাটকটিতে ভিন্নতা রয়েছে। এ নাটকটিতে দর্শক যেমনি আনন্দ পাবেন, তেমনি সামাজিক একটি বার্তাও পাবেন। আমার বিশ্বাস, নাটকটি দর্শক-শ্রোতাদের হূদয় ছুঁয়ে যাবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১