বাংলাদেশের খবর

আপডেট : ২৩ July ২০১৮

হারানো মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সংরক্ষিত ছবি


মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, বর্তমানে বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে। আমাদের হারানো মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। গতকাল রোববার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পুকুরে পোনা অবমুক্ত করেন মন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। শেখ হাসিনা ছাত্রীহলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিনের পরিচালনায় বক্তব্য দেন- অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ড. মো. শফিকুর রহমান, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস প্রমুখ। পরে জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে সফল চাষিদের ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা জানানো হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১