আপডেট : ২৩ July ২০১৮
চট্টগ্রাম শহরে একটি পুকুরের পানি সেচে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। ডবলমুরিং থানার বায়তুশ শরফ মাদরাসা এলাকার ছোট মসজিদ বাই লেনের পুকুর থেকে শনিবার গভীর রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান। জহির হোসেন বলেন, শুক্রবার রাতে ওই পুকুরের পাড় থেকে ১৮ যুবককে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পুলিশের কাছে তথ্য ছিল তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র পুকুরের পানিতে ফেলে দিয়েছে। ওই তথ্যের ভিত্তিতে পুলিশ পুকুরে অস্ত্রের সন্ধান শুরু করে। পুকুরের পানি শনিবার বিকাল থেকে সেচযন্ত্রের সাহায্যে তুলে ফেলার কাজ শুরু করা হয়। রাত সাড়ে ৩টার দিকে পানি সেচ শেষ হলে সেখান থেকে দুটি দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১