আপডেট : ২২ July ২০১৮
রংপুরে বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।আজ রোববার সকাল ৭টায় শহরের হাজীরহাট মন্থনা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ি নামাপাড়া এলাকার সাজু মিয়া (৩৫) ও চাঁন মিয়া (৩৪)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি মুক্তারুল আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে তার বাহন বিপরীতি দিক থেকে আসা অটোরিকশাটির উপর ওঠে যায়।এতে ঘটনাস্থলেই নিহত হন সাজু ও চাঁন। আহত অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তিনি জানান, গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১