আপডেট : ২২ July ২০১৮
আগামী দুই বছরের জন্য বাংলাদেশি পেসার মোস্তাফিজের বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দিতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, বিদেশি লিগে খেলতে গিয়ে বারবার চোট পাওয়ায় তার বাইরে খেলতে যাওয়া ঠিক হবে না। বাংলাদেশ জাতীয় দলে অভিষেক সিরিজেই জাদু দেখিয়েছিলেন মোস্তাফিজ। আইপিএলে খেলতে গিয়েও সবার নজর কাড়েন। প্রথমবার খেলতে গিয়ে চমক দেখালেও চোট নিয়ে দেশে ফেরেন। চোটমুক্ত হয়ে ইংলিশ কাউন্টিতে খেলতে চান। পুনরায় চোট পাওয়ায় তাকে অস্ত্রোপচার করতে হয়। দীর্ঘ দিন দেশের জার্সি গায়ে খেলতে পারেননি মোস্তাফিজ। বিসিবি তাকে নিবিড় পরিচর্যায় রেখে সুস্থ করে। এবার আইপিএল খেলতে গিয়ে ফের চোট নিয়ে দেশে ফেরেন। তাতে আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি। এতে মোস্তাফিজের ওপর কিছুটা বিরক্ত বিসিবি। এই পেসারকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘মোস্তাফিজ শুরুতে অসাধারণ সাফল্য নিয়ে এসেছিল। এখন বারবার ইনজুরিতে পড়ছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, ও বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ইনজুরড হচ্ছে, আর দেশকে সার্ভিস দিতে পারছে না। এটা গ্রহণযোগ্য নয়।’ তিনি আরো বলেন, ‘আমাদের বোর্ড তাকে সেবা শুশ্রূষা করে ভালো করবে আর ওখানে খেলতে গিয়ে জাতীয় দলে খেলতে পারবে না, এটা হয় না। জানি না শেষ পর্যন্ত কী হবে, তবে আমি ওকে বলে দিয়েছি আগামী দুই বছর ওর বাইরে যাওয়া ঠিক হবে না।’ এদিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে খুবই বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। লজ্জাজনকভাবে সিরিজ হেরেছে। এরই মধ্যে বিসিবি সভাপতি জানান, অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান টেস্ট খেলতে আগ্রহী নয়। পাপন বলেন, ‘বেশকিছু সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে চাচ্ছে না। যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও চায় না। ও বলে না যে খেলতে চায় না, চায় একটু এড়িয়ে চলতে। হতে পারে ও একটু ইনজুরি প্রবণ বেশি।’ এই সমস্যা সমাধানে বিসিবি সভাপতি টেস্ট ও সীমিত ওভারের জন্য ভিন্ন ভিন্ন দল গঠন করতে চান। তিনি বলেন, ‘টেস্টের জন্য আমাদের নতুন দল গড়তে হবে। পারলে টি-টোয়েন্টিতেও। হয়তো তিন-চারজন কমন থাকবে। সব দেশ এখন তাই করে। সবারই স্পেশালিস্ট টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটার আছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১