বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০১৮

হায়ারিং দ্যা ফিউচার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার উৎসব ২০১৮

টিএসসিতে আয়োজিত এই ক্যারিয়ার ফেস্ট গত সোমবার শুরু হয়ে মঙ্গলবার শেষ হয় সংরক্ষিত ছবি


সৌমিক সোহান

হালকা বৃষ্টিস্নাত দিনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব আয়োজিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়  ক্যারিয়ার ফেস্ট ২০১৮’। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানটি গত ১৬ ও ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বেসিস স্টুডেন্টস ফোরামের সার্বিক সহযোগিতায় এই ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়। টিএসসিতে আয়োজিত এই ক্যারিয়ার ফেস্ট গত সোমবার শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়। সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং বিভিন্ন নিয়োগকর্তার মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।

দুদিনের এই আয়োজনের প্রথম দিন ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। আরো উপস্থিত ছিলেন বেসিস সভাপতি এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি সৈয়দ আলমাস কবীর। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মডারেটর রাশেদুর রহমান। ফেস্টে বেসিস স্টুডেন্টস ফোরামের সদস্যদের পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। ফেস্টে ৩২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সিভি জমা নিয়েছে এবং সেই সঙ্গে ছিল স্পট ইন্টারভিউ দেওয়ার সুযোগ।

আয়োজনের দ্বিতীয় দিনে টিএসসি অডিটোরিয়ামে ‘ক্যানেকটিং দ্যা ডটস’ এবং ‘এসেন্স ফ্রম এক্সপার্ট’ সেশন আয়োজিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম সেশনটি অনুষ্ঠিত হয়, যেখানে বিসিএস ও সরকারি চাকরি সম্পর্কে বক্তব্য রাখেন ৩৭তম বিসিএসে মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সে প্রথম স্থান অধিকারী রহমত আলী শাকিল এবং সপ্তম স্থান অধিকারী আসিফ ইমতিয়াজ। দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয় ২টা থেকে ৪টা পর্যন্ত, যেখানে বিভিন্ন করপোরেট জব সম্পর্কে বক্তব্য রাখেন স্বনামধন্য ফটোগ্রাফার প্রিত রেজা, ২৮তম বিসিএসে অর্থনীতি ক্যাডারে প্রথম স্থান অধিকারী ও আন্তর্জাতিক বিভাগের প্রভাষক সাইদা আখতার এবং একাধারে ব্যারিস্টার, উদ্যোক্তা, অভিনেতা সিয়াম আহমেদ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের অভিজ্ঞতা সম্পর্কে জানান এবং তাদের অনুপ্রেরণা দেন। এ সময় বক্তা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বেসিস স্টুডেন্টস ফোরামের সার্বিক সহযোগিতায় ক্যারিয়ার ফেস্টের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি)। বেসিস স্টুডেন্টস ফোরামের পক্ষে প্রকল্প সমন্বয় করেছেন বেসিসের প্রকল্প প্রধান সোহাগ চন্দ্র দাস ও নির্বাহী গণসংযোগ কর্মকর্তা মো. ওয়াসেক সাজ্জাদ।

ইভেন্টের সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো, বেসিস স্টুডেন্টস ফোরাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং আরো অনেক প্রতিষ্ঠান। ফেয়ারটি নলেজ হিসেবে থাকছে এলআইসিটি, লজিস্টিকস পার্টনার হিসেবে থাকছে পাঠাও, ফুড পার্টনার হিসেবে থাকছে দ্যা ফুড হল, আইসক্রিম পার্টনার হিসেবে থাকছে ইগলুু, মেডিকেল পার্টনার হিসেবে বিআরবি, বেভারেজ পার্টনার হিসেবে ছিল মেঘনা ও ইস্পাহানী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১