আপডেট : ২২ July ২০১৮
বৈশাখী টিভির নিয়মিত আয়োজন ‘প্রিয় শিল্পীর সেরা গান’। অনুষ্ঠানটিতে গান গাইবেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। তাদের সঙ্গে থাকছেন সৈয়দ আবদুল হাদী, মমতাজ ও ভারতের হৈমন্তী শুক্লা। এমনটাই জানা গেছে বৈশাখী টেলিভিশন সূত্রে। গুণী ও জনপ্রিয় এই শিল্পীদের গান কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আছন্ন করবে বলে মনে করছেন টেলিভিশনটির অনুষ্ঠান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে রুনা লায়লা গাইবেন ‘যখন থামবে কোলাহল’, সাবিনা ইয়াসমিন গাইবেন ‘তুমি যে আমার আশার আলো’। অন্যদিকে সৈয়দ আবদুল হাদী গাইবেন ‘এই পৃথিবীর পান্থশালায়’, মমতাজ গাইবেন ‘এক বালিশে দুইটি মাথা’ এবং ভারতের হৈমন্তী শুক্লা গাইবেন ‘আমি অবুঝের মতো একি করেছি’-এর মতো জনপ্রিয় সব গান। রবিউল হাসান সুজনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অনন্যা প্রীতি। আজ রাত ৮টায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১