বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০১৮

আজ ‘মধ্যবর্তিনী’

‘মধ্যবর্তিনী’- নাটকের একটি দৃশ্য সংরক্ষিত ছবি


স্বামী ইমরান, শাশুড়ি আয়েশা আর ননদ মিলিকে নিয়ে শাম্মীর পূর্ণ সংসার। আট বছরের দাম্পত্য জীবনে শাম্মী জেনেছে সে কোনোদিন মা হতে পারবে না। পরিবারে সন্তানের আকাঙ্ক্ষা থাকলেও শাম্মীর দিকে চেয়েই যেন সবার মুখ বন্ধ। শাম্মী ঠিক করে ইমরানের আরেকটি বিয়ে দেবে সে। শাম্মীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ইমরানসহ সবাই। কিন্তু শাম্মীর জেদের কাছে সবাই হার মানে। মফস্বলের মেয়ে মৌকে শাম্মী ছোটবউ করে নিয়ে আসে।

এদিকে মৌয়ের লক্ষ্য বড়লোক হওয়া। মৌ ইমরানকে স্বামী হিসেবে গ্রহণ করার পাশাপাশি বড়লোক হওয়ার সিঁড়িও মনে করে। কিন্তু ইমরানের যে জীবন ভরে আছে শাম্মীর স্নেহ আর ভালোবাসায়, সেখানে মৌয়ের গুরুত্বই বা কতটুকু? শাম্মী ইমরানের জীবন থেকে সরে আসতে চাইলেও ঘটনা ক্রমেই প্রতিকূল হয়ে ওঠে।

এমনই গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী’। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী গল্প ‘মধ্যবর্তিনী’ থেকে অনুপ্রাণিত ধারাবাহিকটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক। নাটকটি পরিচালনা করেছেন রাজু খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সাইফ চন্দন, নাবিলাসহ অনেকে। আজ সন্ধ্যা ৬টায় দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১