আপডেট : ২২ July ২০১৮
ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না। — উইলিয়াম শেকসপিয়র ইংরেজ নাট্যকার জন্ম : ১৫৬৪—মৃত্যু : ১৬১৬ আগুন নিয়ে যারা আগুনের সঙ্গে যুদ্ধ করতে চায়, তাদের শেষ পরিণতি হলো ছাইয়ে পরিণত হওয়া। — মার্টিন ভ্যান বুরেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন্ম : ১৭৮২—মৃত্যু : ১৮৬২ আগুন মানুষের ক্ষতি করে, তবু আগুন ছাড়া মানুষ চলতে পারে না। — মার্থা গ্রাহাম আমেরিকান কোরিওগ্রাফার জন্ম : ১৮৯৪—মৃত্যু : ১৯৯১ সূক্ষ্ম ইস্পাতটিকে গরম আগুনের মধ্য দিয়ে যেতে হবে। — রিচার্ড এম নিক্সন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন্ম : ১৯১৩—মৃত্যু : ১৯৯৪ মেধা একটি শিখা, প্রতিভা একটি অগ্নি। — বার্নার্ড উইলিয়ামস ইংরেজ দার্শনিক জন্ম : ১৯২৯—মৃত্যু : ২০০৩ লুট হয়ে গেল ইতিহাস, স্মৃতি, পতাকা, কৃষ্ণচূড়া— চেতনায় জ্বলে বৈরী আগুন। — রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের কবি জন্ম : ১৯৫৬—মৃত্যু : ১৯৯২
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১