বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০১৮

তাজউদ্দীন আহমদের ৯৩তম জন্মবার্ষিকী সোমবার

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ছবি: সংগৃহীত


মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ও সফল নেতৃত্ব প্রদানকারী নেতা তাজউদ্দীন আহমদের ৯৩তম জন্মবার্ষিকী আগামী ২৩ জুলাই সোমবার।

এ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর বিকেল ৫টায় জাদুঘর মিলনায়তনে ‘তাজউদ্দীন আহমদ: কর্ম ও জীবন’ শীর্ষক সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করবে। এতে সপ্তাহব্যাপী প্রদর্শনী, আলোচনা, তাজউদ্দীন আহমদের স্বকন্ঠে ধারণকৃত ভাষণ উপস্থাপন, ভাষণ থেকে পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বক্তৃতা প্রদান করবেন। তাজউদ্দীন আহমদের ভাষণ থেকে পাঠ করবেন আবৃত্তিশিল্পী সৈয়দ শহীদুল ইসলাম নাজু এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস(ইউল্যাব) ও ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১