আপডেট : ২১ July ২০১৮
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষ্মণখোলা এলাকায় দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিনটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। বন্দর থানার ওসি একেএম শাহীন মণ্ডল জানান, ডাকাতেরা ইটের আঘাতে নৈশপ্রহরীদের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। আর মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ডাকাতরা আমির হোসেন, আলমগীর হোসেন ও আয়নাল হকের দোকানের তালা ভেঙে ব্যাটারি, টাকা ও অন্যান্য মালপত্র লুট করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটের সততা ব্যাটারি মেলা ও সততা ব্যাটারি সার্ভিসিংসহ তিনটি দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় বন্দর থানায় একটি ডাকাতি ও একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১