আপডেট : ২১ July ২০১৮
নতুন একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন আফফান মিতুল। জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গে বিজ্ঞাপনটিতে দেখা যাবে তাকে। সৌমিত্র ঘোষ ইমনের নির্দেশনায় সম্প্রতি মালিবাগ বাজার এবং প্রিয়াঙ্কা শুটিং হাউজে সম্পন্ন হয়েছে বিজ্ঞাপনটির চিত্রায়ণ। শিগগিরই বিভিন্ন টেলিভিশনে বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে বলে জানা গেছে। নতুন বিজ্ঞাপনে অংশ নেওয়া প্রসঙ্গে মিতুল বলেন, ‘বিজ্ঞাপনটির চিত্রনাট্যে দেখা যাবে ক্রেতা ও বিক্রেতাকে। এতে ক্রেতা চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আর বিক্রেতার চরিত্রে দেখা যাবে আমাকে।’ এদিকে তরুণ অভিনেতা আফফান মিতুল বর্তমানে ব্যস্ত রয়েছেন একাধিক নাটকে অভিনয় নিয়ে। ‘বিন্দু’ শিরোনামের একটি ঈদের নাটকেও অভিনয় করেছেন তিনি। রাবেয়া স্বপ্নার রচনায় নাটকটি পরিচালনা করেছেন গাজী আবদুল মাজিদ। নাটকটিতে মিতুলের বিপরীতে অভিনয় করেছেন মনিশা শিকদার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১