বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০১৮

দীর্ঘদিন পর

অভিনেত্রী ঈশিতা সংরক্ষিত ছবি


শেষ কবে টিভিপর্দায় দেখা গেছে ঈশিতাকে তিনি নিজেও মনে করতে পারলেন না। বললেন, অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই অভিনেত্রী, নির্মাতা ও লেখক। এক সময় টিভি নাটকে ভীষণ ব্যস্ত থাকলেও এখন আর তার উপস্থিতি খুব একটা চোখে পড়ে না। নতুন খবর হলো, ঈদুল আজহায় জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় নির্মিতব্য ‘পাতা ঝরার দিন’ নাটকে অভিনয় করছেন তিনি।

এ নাটকের মধ্য দিয়েই দীর্ঘদিন পর টিভিতে অভিনয়ে ফিরছেন ঈশিতা। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত রনি। নাটকটিতে ঈশিতার অভিনয়ের বিষয়ে রনি বলেন, ‘অদ্ভুত চ্যালেঞ্জিং এক চরিত্র রূপায়ণ করবেন ঈশিতা। দীর্ঘদিন পর জনপ্রিয় এই অভিনেত্রীকে দর্শক পাবেন নতুন রূপে, শুধু এটুকুই জানাতে চাই। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে এই কাহিনীচিত্র।’

এ প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘নাটকের গল্পটা আমার ভালো লেগেছে। এর আগে এমন গল্পে অভিনয়ের প্রস্তাব পাইনি। রনি তরুণ নির্মাতাদের মধ্যে ভালো করছেন। আশা করছি নাটকটি ঠিকঠাক নির্মিত হলে দর্শকের জন্য উপভোগ্য হবে।’

‘পাতা ঝরার দিন’ নাটকে অভিনয় করছেন হাসান ইমাম, মৌসুমী হামিদ, লামিয়াসহ অনেকেই। ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ হবে। আগামীকাল থেকে নাটকটির শুটিং শুরু হবে। শুটিং চলবে টানা পাঁচ দিন। ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আইয়ে যেকোনো দিন রাত সাড়ে ৯টায় নাটকটি প্রচার হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১