বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০১৮

২৫ জুলাই কুড়িগ্রামে ব্যাংক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের লোগো ছবি: সংগৃহীত


কুড়িগ্রামে আগামী ২৫ জুলাই সব ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপরিভিশন বুধবার এ-সংক্রন্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

দশম জাতীয় সংসদের শূন্য হওয়া কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় এই আদেশ কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত (উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন এবং চিলমারী উপজেলার অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়ন ব্যতীত) সব অতফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১