আপডেট : ২০ July ২০১৮
আবার আসছে শব্দের চেয়ে দ্বিগুণ গতির সুপারসনিক বিমান কনকর্ড। বুম সুপারসনিক নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান তৈরি করবে এই বিমান। যুক্তরাজ্যের লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েব্রিজে অবস্থিত ব্রুকল্যান্ডস অ্যাভিয়েশন অ্যান্ড মোটর জাদুঘরে এক অনুষ্ঠানে ওই ঘোষণা দেন বুম সুপারসনিকের সহপ্রতিষ্ঠাতা ব্লেক স্কল। তিনি বলেন, তাদের উড়োজাহাজের গতি হবে ঘণ্টায় ২৩৩৫ কিলোমিটার। তিনি আশা প্রকাশ করেন, আগামী দশকের মাঝামাঝি সময়ে উড়োজাহাজটি কার্যক্রমে যেতে পারে। প্রসঙ্গত, আকাশপথে মানুষের গন্তব্যকে আরো কাছে নিয়ে এসেছিল সুপারসনিক বিমান কনকর্ড। ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীবাহী সুপারসনিক বিমান কনকর্ড আকাশে প্রথম ডানা মেলে ১৯৬৯ সালে। আর বাণিজ্যিক কার্যক্রমে যায় ১৯৭৬ সালে। সেই বিমানের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২২৮০ কিলোমিটার। তবে ২০০০ সালে প্যারিস বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই দুর্ঘটনার মুখে পড়ে একটি কনকর্ড বিমান। ও ঘটনায় প্রাণ হারান ১১৩ আরোহী। এরপর ২০০৩ সাল থেকে এই উড়োজাহাজ বন্ধ করে দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১