বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০১৮

জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন আহমেদ

জাতীয় পার্টিতে যোগ দিলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ ছবি: সংগৃহীত


জাতীয় পার্টিতে যোগ দিলেন দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ।  আজ বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বারিধারার বাসায় তার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিন আহমেদ।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই আরও অনেকে জাতীয় পার্টির পতাকাতলে আসবেন।

তিনি বলেন, বিএনপি অংশ না নিলে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। আর বিএনপি ভোটে অংশ নিলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ‘এনডিএম’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য নির্বাচিত হয়েছিলেন শাফিন।

ঢাকা উত্তর সিটি করপোশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এনডিএম’র মনোনীত প্রার্থী হিসেবে সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হবার ঘোষণাও দিয়েছিলেন শাফিন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১