আপডেট : ১৯ July ২০১৮
চাঁদপুরের কচুয়ায় মীরা রানী সরকার নামের স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে পুলিশ প্রশাসন। মীরার বয়স মাত্র ১৫ বছর বলে জানা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের অনুষ্ঠান ফেলে পালিয়েছে বর এবং বরের পরিবার। জানা গেছে, বুধবার রাতে কচুয়ার নয়াকান্দি গ্রামের প্রান কৃষ্ণ সরকারের মেয়ে ও পালাখাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মীরা রানীর সাথে পার্শ্ববর্তী কুমিল্লার চান্দিনা উপজেলার এক যুবকের সাথে বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের পাত্রী অপ্রাপ্ত বয়স্ক, এ খবর পেয়ে কচুয়া থানার ওসি সৈয়দ মো. মাহবুবুর রহমান দলসহ ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেন। এসময় বরপক্ষের ৩টি মাইক্রোবাস আটক করে কচুয়া থানায় নিয়ে আসে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১