বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০১৮

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ৩৭

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে র‍্যাব ছবি: সংগৃহীত


রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত এ অভিযান চলে।

র‍্যাব জানিয়েছে, দুই ঘণ্টার অভিযানে প্রথমে ১০০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে দুই নারীসহ ৩৭ জনের বিরুদ্ধে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এদের কাছে বেশ কিছু ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে। তাদের মোহাম্মদপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে।

গত দুই মাসে জেনেভা ক্যাম্পে কয়েক দফায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১