আপডেট : ১৯ July ২০১৮
‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ শিরোনামের নতুন ধারাবাহিক নাটক শুরু হচ্ছে বাংলাভিশনে। আজ থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে এ নাটকটি। ধারাবাহিক এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। কমেডি ধাঁচের এ নাটকটির কেন্দ্রীয় তিন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ডা. এজাজ ও ফারুক আহমেদ। ধারাবাহিকটির নামের আদলে তাদের চরিত্র নিয়ে নাটকের গল্প এগিয়ে যাবে। নাটকের গল্পের ধরনটি প্রচলিত ধারাবাহিক থেকে ভিন্ন। তিনটি চরিত্রের ধরন স্থির রেখে একেকটি নতুন গল্প আবর্তিত হবে, যেখানে এই তিনজনের সঙ্গে নানা চরিত্র যোগ বা বিয়োগ হতে থাকবে। প্রতিটি গল্পে পরিচিত অভিনয়শিল্পীরা যুক্ত থাকবেন। গল্পের উপস্থাপনায় কমেডি থাকলেও প্রতিটি গল্প থেকে একটি বার্তা দেওয়া হবে দর্শকদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১