বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০১৮

কক্সবাজারে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

কক্সবাজারের হিমছড়ি এলাকায় 'বন্দুকযুদ্ধে' দুই ব্যক্তি নিহত হয়েছেন ছবি: সংগৃহীত


কক্সবাজারের হিমছড়ি এলাকায় 'বন্দুকযুদ্ধে' দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে হিমছড়ির মেরিন ড্রাইভ সড়কের তিন নম্বর ব্রিজ এলাকায় বিজিবি ও র‍্যাবের সঙ্গে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

বিজিবি ও র‍্যাব দাবি করছে, নিহত দুজন মাদক ব্যবসায়ী।

নিহতদের মধ্যে একজন এনামুল হক (২৬)। তার বাড়ি চাঁদপুর জেলায়। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমেদ বলছেন, বিজিবির একটি দল রাতে হিমছড়ির ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। পরে র্যা বের একটি দল চেকপোস্টে বিজিবির সঙ্গে যোগ দেয়।

তিনি বলেন, ভোরের দিকে টেকনাফের দিক থেকে আসা কক্সবাজার শহরমুখী একটি প্রাইভেট কার ওই চেকপোস্টের কাছে এসে বিজিবি ও র্যাোব সদস্যদের দেখে দিক বদলে পালানোর চেষ্টা করে। বিজিবি ও র্যাওব সদস্যরা দৌঁড়ে গাড়ির কাছে গেলে ভেতর থেকে তাদের দিকে গুলি করা হয়। বিজিবি ও র্যা ব সদস্যরাও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়।

পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি দেশি বন্দুক, বেশ কিছু গুলি এবং ব্যাগভর্তি ইয়াবা পাওয়া যায়। প্রাইভেট কারটিও জব্দ করা হয় বলে বিজিবি কর্মকর্তা ইকবাল জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১