আপডেট : ১৮ July ২০১৮
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ঠাণ্ডায় প্রচণ্ড গলা ব্যথায় ভুগছেন তিনি। এ অবস্থায় তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক জোনায়েদ করিম। চিকিৎসক জানিয়েছেন, এ অবস্থায় জোরে কথা বলতে পারবেন না বাপ্পী। তাকে কমপক্ষে ১০ দিন বিশ্রামে থাকতে হবে। অসুস্থতার কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে বাপ্পী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির চিত্রায়ণ। পাশাপাশি বাপ্পী চৌধুরীর ‘নায়ক’ ছবির ডাবিংও বন্ধ রয়েছে বলে জানা গেছে। এদিকে, আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে বাপ্পী চৌধুরী অভিনীত ‘ডনগিরি’ ছবিটি। এতে তার বিপরীতে রয়েছেন নবাগত নায়িকা এমিয়া এমি। এ ছাড়াও বাপ্পীর ‘আসমানি’, ‘দাগ’ ও ‘ডেঞ্জার জোন’ নামে তিনটি ছবিও রয়েছে মুক্তির অপেক্ষায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১