আপডেট : ১৮ July ২০১৮
ভারতের চন্দন নগরের আম্রকুঞ্জে প্রথমবারের মতো ভারত ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের অর্ধশতাধিক চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাউন্ডুলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতা। ১৫ জুলাই রোববার কয়েকটি ধাপে বাছাইপর্ব শেষে বাংলা ও হিন্দি ভাষার সেরা দশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে দিনব্যাপী চলে উৎসবের শেষ আনুষ্ঠানিকতা। এখানে সেরা দশে স্থান করে নেয় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুতুল জীবন’। প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। ‘পুতুল জীবন’ চলচ্চিত্রটির পরিচালক হীরক মুশফিক জিতেছেন এই আসরের সেরা নির্মাতার পুরস্কার। সেই সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কারটি পায় একই চলচ্চিত্রের শিশু শিল্পী রোদেলা। নির্মাতা হীরক মুশফিক বলেন, ‘কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা, মা-বাবা, আর সকল কাছের মানুষের প্রতি। ভালো কাজ করতে চাই, সেজন্য শিখে চলেছি প্রতিনিয়ত। সবার অনুপ্রেরণাই আজকের এ সাফল্য।’ ২০১৭ সালের ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপ (আইসিসিআর) স্কলারশিপ নিয়ে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভিডিওগ্রাফি বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রির সুযোগ পান হীরক মুশফিক। পুতুল জীবন ছাড়াও প্রায় বিশটির মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এ ছাড়া বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসবাস ও সৃষ্টি নিয়ে নির্মাণ করেছেন ‘পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ : সৃজন ও মননে’ শিরোনামে বিশেষ তথ্যচিত্র। এই উৎসবের আয়োজক তন্ময় মজুমদার বলেন, ‘আমরা চাই চলচ্চিত্রের প্রকাশ আরো বিস্তার লাভ করুক, আর সেটা হোক তরুণদের হাত ধরে। যারা পকেটের টাকা খরচ করে চলচ্চিত্র বানায়, শুধু ভালোবাসার নেশায়। সেই সব নির্মাতার ভেতরের আগুনকে আরেকটু উসকে দেওয়া আমাদের লক্ষ্য।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১