বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০১৮

আজ ‘কিনু কাহারের থেটার’

প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘কিনু কাহারের থেটার’ সংরক্ষিত ছবি


পুতনা রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি ঘটিয়েছেন। লাট সাহেব বললেন, ‘এর যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব।’ রাজা পড়লেন মহাসঙ্কটে। উজির তার প্রাণের দোসর, তাকে কী করে চৌদ্দ ঘা চাবুক মারতে আদেশ দেবেন তিনি। উজিরকে বুদ্ধি দিলেন একজন লোক ঠিক করতে, যে আদালতে এসে সাক্ষ্য দেবে উজির নয়, অপকর্মটি করেছে আসলে সে, তাই সাজাও তারই প্রাপ্য। চার থলি টাকার বিনিময়ে ঘণ্টাকর্ণের বৌ জগদম্বা উজিরের হাতে তুলে দিলেন তার স্বামীকে। জগদম্বা খুশি তার স্বামী কামাই করতে শিখেছেন বলে। রাজা খুশি ক্ষমতা টিকে যাওয়ার আনন্দে। উজির খুশি দেশে আর কোনো আইনের সঙ্কট নেই বলে। চারদিকে শান্তি, শান্তি, শান্তি। কিন্তু এভাবে যদি দিন যেত তাহলে তো কথাই ছিল না। হঠাৎ একদিন রাজা ফেঁসে গেলেন ছাগল হত্যার দায়ে। লাট সাহেবের বুদ্ধির প্যাঁচে রাজার হলো ফাঁসির আদেশ। রাজা বললেন, ভয় কি, আমার তো মাস মাইনের চাকুরে ঘণ্টাকর্ণ আছেই। ‘নে রে বাপ ঘণ্টাকর্ণ, উঠে পর ফাঁসিকাষ্ঠে।’

তারপর বিভিন্ন ঘটনা নিয়ে এগিয়ে যায় ‘কিনু কাহারের থেটার’ নাটকের কাহিনী। নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর। এছাড়া গত ১৪ মার্চ জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির ৫০তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘কিনু কাহারের থেটার’। ভারতে অনুষ্ঠিত অষ্টম থিয়েটার অলিম্পিকে সফলভাবে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। মনোজ মিত্রের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১