বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০১৮

আসছে ‘ভাইজান এলো রে’

সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে সংরক্ষিত ছবি


জয়দীপ মুখার্জি পরিচালিত কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’। এসকে মুভিজ প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার।

ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে। পাশাপাশি মুক্তি দেওয়ার কথা ছিল বাংলাদেশের সিনেমা হলগুলোতে। কিন্তু দেশি উৎসবে বাংলাদেশে বিদেশি ছবি মুক্তি দেওয়ার ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞার কারণে আটকে যায় ছবির মুক্তি। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে। ফলে ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে এখন আর কোনো বাধা থাকল না।

এনইউ আহমেদ ট্রেডার্সের ব্যানারে ছবিটি বাংলাদেশে আমদানি করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম কিবরিয়া লিপু। তিনি জানান, আগামী ২০ জুলাই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভাইজান এলো রে’ ছবিটি। ছবিটিতে শাকিব খান, শ্রাবন্তী, পায়েল সরকার ছাড়াও অভিনয় করেছেন দীপা খন্দকার, মুনিরা মিঠু, শাহেদ আলী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১