আপডেট : ১৭ July ২০১৮
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভার কাছে ককটেল হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া-বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে কারা হামলা চালিয়েছে- তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে এ বিস্ফোরণের জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করছে বিএনপি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী জেলা ছাত্রদল নগরীর সাগরপাড়া-বটতলা মোড়ে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে গণসংযোগ করতে জমায়েত হয়। গণসংযোগের আগে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত জনগণের উদ্দেশে বক্তব্য শুরুর পরপরই তিনটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি মোটরসাইকেলে সশস্ত্র আট যুবক এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বটতলা মোড়ের পূর্ব দিকের রাস্তা দিয়ে সাগরপাড়া এসি মসজিদের পাশ দিয়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে আহত হন বাংলাভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য এবং স্থানীয় দোকানদার স্বপন কুমার দাস। স্থানীয়রা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১