বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০১৮

উড়ন্ত যান তৈরিতে কাজ করছে রোলস-রয়েস

ফ্লাইং ট্যাক্সির জন্য একটি প্রোপালশন ইঞ্জিন ডিজাইন করেছে রোলস-রয়েস ছবি : ইন্টারনেট


বিমানের ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান রোলস-রয়েস এবার উড়ন্ত যান তৈরিতে মনোনিবেশ করেছে। প্রতিষ্ঠানটি ফ্লাইং ট্যাক্সির জন্য একটি প্রোপালশন ইঞ্জিন ডিজাইন করেছে। এ ইঞ্জিন ব্যবহার করে আগামী এক দশকের মধ্যে উড়ন্ত যান তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ার শো ২০১৮-তে এ পরিকল্পনার কথা প্রকাশ করেছে রোলস-রয়েস। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘ইলেকট্রিক ভার্টিকেল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ যান তৈরির পরিকল্পনার অংশ হিসেবে এ ইঞ্জিনের ডিজাইন করেছে রোলস-রয়েস। উড়ন্ত এ যানটিতে চার থেকে পাঁচ যাত্রী বহন করা সম্ভব হবে। এ যানের গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ মাইল। একবারে ৮০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে এটি।

রোলস-রয়েস আরো জানিয়েছে, ব্যক্তিগত কাজে কিংবা গণপরিবহন হিসেবে ব্যবহারের পাশাপাশি পণ্য পরিবহনের কাজেও ব্যবহার করা যাবে এ যান। এ উড়ন্ত যানটি সম্পূর্ণ ইলেকট্রিক হবে না। এতে থাকা ইঞ্জিনের ছয়টি প্রপেলার ঘোরাতে প্রয়োজন হবে ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ, যা আসবে গ্যাস টারবাইন থেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১