বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০১৮

এক গল্পের তিন চরিত্রে

অভিনেত্রী মৌসুমী হামিদ সংরক্ষিত ছবি


একই গল্পের তিনটি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী হামিদ। আশিকুর রহমানের ‘যে গল্পের কোনো নাম নেই’ শর্টফিল্মে এমনটি দেখা যাবে। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানান মৌসুমী হামিদ।

তিনি বলেন, এখানে আমার তিনটি চরিত্রে অভিনয় করতে হবে। শর্টফিল্মটির গল্পে বেশকিছু সামাজিক তথ্য আছে। গল্পে কখনো মা, কখনো বোন, আবার কখনো একজন স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হবে আমাকে। চিত্রনাট্যটি আমি পড়েছি। চরিত্রগুলো আমাদের সমাজেরই। অনেকটা কাছ থেকে দেখা। ফুটিয়ে তুলতে খুব একটা বেগ পেতে হবে না।

এর বাইরে আগামী ঈদের কয়েকটি নাটকেও দেখা যাবে মৌসুমী হামিদকে। জানালেন, জুয়েল হাসানের একটি ঈদের কাজ শেষ করেছেন। এ ছাড়া সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইমরাউল রাফাত, ফরিদুল হাসানসহ বেশ কয়েক পরিচালকের ঈদের নাটকের চিত্রনাট্য হাতে পেয়েছেন। সেগুলোতে অভিনয় করবেন বলে জানান তিনি।

এদিকে চলচ্চিত্রে আবারো অনিয়মিত হয়ে পড়েছেন মৌসুমী হামিদ। এ প্রসঙ্গে বলেন, প্রায় দুই বছর পর কাঠগড়ায় শরৎচন্দ্র নামে একটি ছবিতে কাজ করছি। বাণিজ্যিক ধারার ভালো ছবিতে কাজ করতে চাই। ব্যাটে-বলে মিলছে না। এখন কিছু ভালো কাজ হচ্ছে, কিন্তু সেসব ছবিতে প্রযোজকের নিজের হাউজের নায়িকারাই কাজ করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১