আপডেট : ১৬ July ২০১৮
তুরস্কে দুই বছর ধরে চলা জরুরি অবস্থা উঠে যাচ্ছে। আগামী বুধবার থেকে দেশটিতে আর জরুরি অবস্থা থাকবে না। গত শুক্রবার নতুন কার্যনির্বাহী প্রেসিডেন্টের অধীনে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বহুল প্রতীক্ষিত এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সি। ২০১৬ সালের জুলাই মাসে দেশটিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকে সাতবার জরুরি অবস্থা জারি করা হয়। জরুরি অবস্থার কারণে নতুন আইন পাস এবং অধিকার ও স্বাধীনতার ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর নির্বাসিত নেতা ফেতুল্লাহ গুলেন এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১ লাখ ১০ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয় প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান। শুরু থেকেই তুরস্কের এমন সিদ্ধান্তের সমালোচনা করে আসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের দাবি, এমন সিদ্ধান্তের কারণে তুরস্কের মানুষের বেসামরিক এবং রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। তবে বিভিন্ন দেশের সম্পর্ক এবং নিজেদের সুনাম অক্ষুণ্ন রাখতে দীর্ঘদিন ধরেই জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে দেশটির বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১