আপডেট : ১৬ July ২০১৮
সারা দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর— সাতক্ষীরা : পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। নিহতরা হলো— সদর উপজেলার বাঁশদাহ গ্রামের আবদুল গনির ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কাসেমের ছেলে ও কেড়াগাছি ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ (৪০)। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের কয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, গত শনিবার বিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা বাঁশদাহ বাজার এলাকা থেকে দুই কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ কালাম ও দেলোয়ারকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে রাতেই ভারত থেকে সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান এ দেশে প্রবেশ করবে। তথ্য মতে, ওই দুজনকে নিয়ে রাতে অভিযানে যায় সদর থানা ও গোয়েন্দা পুলিশ। ওই স্থানে পৌঁছানো মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক চোরাকারবারিরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে কালাম ও দেলোয়ার দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গোলাগুলির মধ্যে পড়ে। মাদক চোরাকারবারিরা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে কালাম ও দোলোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ : ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুরাদ (৩০) নামে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার উথুরায় হাইজাকের মোড়ে। এ সময় ভালুকা মডেল থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত মুরাদ উপজেলার ভয়ঙ্কর ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ছয়টি ডাকাতি মামলা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১