বাংলাদেশের খবর

আপডেট : ১৬ July ২০১৮

বাজারে ওয়ালটনের নতুন ফিচার ফোন

আরেকটি ফিচার ফোন বাজারে ছাড়ল ওয়ালটন সংরক্ষিত ছবি


দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের আরেকটি ফিচার ফোন বাজারে ছাড়ল ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ‘ওলভিও কিউ৩৭’ এই ফিচার ফোনটি গ্রাহককে দেবে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ, এলইডি টর্চলাইট, গান কিংবা রেডিও শোনা, ফেসবুক ও ইন্টারনেট ব্রাউজিংসহ বেশকিছু বিশেষ সুবিধা।

১০৯০ টাকা মূল্যের ডুয়াল সিমের ‘ওলভিও কিউ৩৭’ মডেলের ফোনটিতে ব্যবহূত হয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে, এলইডি ফ্লাসযুক্ত ডিজিটাল ক্যামেরা, ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি, জিপিআরএস সমৃদ্ধ বিল্ট-ইন ফেসবুক, ব্লু­টুথ ও এলইডি টর্চ। এ ছাড়া বিরক্তিকর ও অনাকাঙ্ক্ষিত নম্বর থেকে কল আসা বন্ধ করতে রয়েছে ব্ল্যাকলিস্ট। ফোনটি ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে।

ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে অটোমেটিক কল রেকর্ডিং, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার। রয়েছে রেকর্ডিংসহ ওয়্যারলেস এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধায় দেশে তৈরি এই ফোন কেনার ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে এটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়া হবে। এ ছাড়া ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১