আপডেট : ১৫ July ২০১৮
নরসিংদীর পলাশে ৫ম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই ধর্ষিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের টান চলনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ধর্ষক আবু তাহের (৩৫)। সে চলনা গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে। নির্যাতিত ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে টান চলনা গ্রামের এক সন্তানের জনক আবু তাহের পেছন দিক থেকে ওই শিশু শিক্ষার্থীর মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে এ সময় গায়ের ওড়না ও দড়ি দিয়ে শিশুটিকে বেঁধে ধর্ষণ শেষে ছেড়ে দেয়। আহতাবস্থায় শিশুটি বাড়িতে গেলে অভিভাবকরা পলাশ থানায় খবর দেয়। পুলিশ ধর্ষণের শিকার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেছেন। পলাশ থানার এএসআই মঞ্জুরুল ইসলাম বলেন, অভিযুক্ত ধর্ষক আবু তাহেরকে গ্রেফতারে অভিযান চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১